কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ধূমকেতু বাংলা: দশম ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১০ ও সাধারণ মেম্বার পদে ৪০১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৮ জন চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকী ৩ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- ১নং সিংহশ্রী ইউনিয়নে আনোয়ার পারভেজ খোকন (নৌকা), ২নং রায়েদ ইউনিয়নে শফিকুল হাকিম মোল্লা হিরন (নৌকা), ৩নং টোক ইউনিয়নে এম এ জলিল (নৌকা), ৪নং বারিষাব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম আতাউজ্জামান বাবলু (আনারস), ৫নং ঘাগটিয়া ইউনিয়নে হারুন অর রশিদ হিরন (নৌকা), ৬নং সনমানিয়া ইউনিয়নে আবদুল মালেক ভূঞা (নৌকা), ৭নং কড়িহাতা ইউনিয়নে মাহবুবুল আলম মোড়ল (নৌক), ৮নং তরগাঁও ইউনিয়নে আয়ুবুর রহমান সিকদার (নৌকা), ৯নং কাপাসিয়া সদর ইউনিয়নে সাখাওয়াত হোসেন প্রধান (নৌকা),
১০নং চাদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইকবাল মাহমুদ খান (মোটর সাইকেল) এবং ১১নং দুর্গাপুর ইউনিয়নে এম এ ওয়াহাব খান খোকা (মোটর সাইকেল)।