ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: কানাডায় ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ। ইলেকশনস কানাডার তথ্যমতে, দেশটিতে এবার ভোটার রয়েছেন ২ কোটি ৭০ লাখের বেশি। এর মধ্যে আগাম ভোটে প্রায় ৫৭ লাখ ৮০ হাজার ব্যালট জমা পড়েছে। নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দলের সঙ্গে বিরোধীদের হাড্ডিাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

কানাডার নির্বাচনে স্থানভেদে ভোটগ্রহণ শুরু ও শেষের সময়ে মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সবার শেষে ভোটগ্রহণ বন্ধ হবে দেশটির পশ্চিম উপকূলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।

স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল সংখ্যক মেইল-ইন-ব্যালট জমা পড়ায় ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে।

একনজরে দেখে নেওয়া যাক কানাডার নির্বাচনের টুকিটাকি কিছু তথ্য-

নির্বাচনী ব্যবস্থা

সংসদীয় গণতন্ত্রের দেশ কানাডা। এর পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হাউস অব কমন্স। এতে আসন রয়েছে ৩৩৮টি। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে অন্তত ১৭০টি আসনে জিততে হবে।

নির্বাচনী ইস্যু

করোনাভাইরাস মহামারি মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে কানাডার নির্বাচন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত ১৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ২৭ হাজার ৩০০ জন।

সোমবারের নির্বাচনে ভোট দেওয়ার সময় মহামারি ছাড়াও দেশের অর্থনীতি, আবাসন, জলবায়ু সংকট, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

জরিপ কী বলে

এবারের নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি এবং এরিন ও’টুলের নেতৃত্বাধীন বিরোধী দল কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন জরিপে। দুই দলেরই জনপ্রিয়তা ৩১-৩২ শতাংশের মতো। এছাড়া জগমিৎ সিংয়ের নিউ ডেমোক্রেটিক পার্টির জনসমর্থন রয়েছে প্রায় ২০ শতাংশ। তবে নির্বাচনে ট্রুডোর দলই বেশি আসনে জিততে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

আরো পড়ুন:

ফের বড় জয়ের পথে পুতিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *