আসন্ন কাতার বিশ্বকাপের প্রাইজমানি প্রকাশ পেয়েছে। গত আসরের তুলনার এবারের আসরে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি বেড়েছে ৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি অর্থমূল্যে যা ৪০ কোটি টাকার মতোন।
এবারের কাতার বিশ্বকাপে শিরোপা জিততে পারলে চ্যাম্পিয়ন দল পাবে ৪২ মিলিয়ন ডলার। যা ২০১৮ বিশ্বকাপের সময় ছিল ৩৮ মিলিয়ন ইউএস ডলার। এবারের আসরে চ্যাম্পিয়ন দল বাংলাদেশি অর্থমূল্যে প্রায় ৪২৬ কোটি টাকা পাবে। এর সঙ্গে বিশ্বকাপের ট্রফি তো রয়েছেই।
শিরোপা জিততে না পারলেও রানার্সআপ দল পাবে ৩০ মিলিয়ন ইউএস ডলার। তৃতীয় দলের ভাগ্যে জুটবে ২৭ মিলিয়ন ডলার। আর সেমিফাইনাল খেলা চতুর্থ দলের অ্যাকাউন্টে ঢুকবে ২৫ মিলিয়ন ডলার।
কোয়ার্টার ফাইনাল খেলা পঞ্চম থেকে অষ্ঠম হওয়া অন্য দলগুলো পাবে ১৭ মিলিয়ন ডলার। শেষ ষোলোতে ওঠা অন্য আট দলের প্রত্যেকে ১৩ মিলিয়ন ডলার করে পাবে।
এদিকে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ গেলেও খালি হাতে ফিরবে না কোনো দলই। বিশ্বকাপের সেরা ৩২ এর মূল পর্বে জায়গা করে নেওয়ায় গ্রুপ পর্বে বাদ পড়া বাকি ১৬ দল পাবে ৯ মিলিয়ন ইউএস ডলার। যা বাংলাদেশি অর্থমূল্যে প্রায় ৯০ কোটি টাকার মতো।