আন্তর্জাতিকখেলাধুলাসর্বশেষ

কাতার বিশ্বকাপে যে ফুটবলে খেলবেন মেসি-নেইমাররা

কাতার বিশ্বকাপে যে ফুটবলে খেলবেন মেসি-নেইমাররা

কাতার বিশ্বকাপে যে ফুটবলে খেলবেন মেসি-নেইমাররা তার নাম হচ্ছে ‘আল রিহলা’। কাতার বিশ্বকাপের জন্য অফিশিয়াল ফুটবল উন্মোচন করেছে ফিফা।বিশ্বকাপের জন্য বলটি তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।

সংস্থাটি জানিয়েছে, ‘আল রিহলা’ নামের এই বল তৈরি করা হয়েছে কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে।
ফিফার ওয়েবসাইটে বলা হচ্ছে, ‘আল রিহলা’ হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে দ্রুতগামী বল। বলের ওপরের দিকের চামড়ার গুণগত মান ও প্যানেল আকৃতির কারণে বলটি খেলোয়াড়দের ভরসা অর্জন করে নেবে বলে জানিয়েছে ফিফা। ভেতরের ফাঁপা অংশ টাবলের আকৃতি ও ভেতরের বাতাস ধরে রাখার পাশাপাশি ধারাবাহিক গতির নিশ্চয়তা দেবে।

অ্যাডিডাসের পরীক্ষাগারে বলটি বাতাসের টানেলে ভাসিয়ে দেখা হয়েছে যে, বাতাসের বলটির গতিপথ ঠিক থাকে। মাঠে ফুটবলাররাও এই বলে এরই মধ্যে খেলে পরীক্ষা করেছেন। বলটি নিয়ে তারা সন্তুষ্ট। এবার বলটিকে জনসমক্ষে আনবেন ইকার ক্যাসিয়াস, কাকা, ফারাহ জেফরি ও নউফ আল আনজির মতো কিংবদন্তিরা। এরপর বলটি বিশ্বের ১০টি শহরে ভ্রমণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *