ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: গোল উৎসব করে ২০২২ সালের কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশনের টিকিট আগেভাগেই কেটে রাখলো। শনিবার রাতে ঘরের মাঠে কাজাখিস্তানকে নিয়ে আক্ষরিক অর্থেই খেলেছে ফরাসিরা। সফরকারীদের ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার পথে কিলিয়ান এমবাপ্পে একাই করেছেন ৪ গোল। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে তাদের সঙ্গে কাতারের আসরের মূল পর্বে পৌঁছে গেছে বেলজিয়াম।
পার্ক ডু প্রিন্সেস, প্যারিস সেন্ত জার্মেইয়ের ঘরের মাঠ। যেখানকার আলো-বাতাসে সবসময় থাকা হয় এমবাপ্পের। চেনাজানা পরিবেশে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কাজাখস্তানের রক্ষণে রীতিমতো ঝড় তুলেছিলেন এই ফরোয়ার্ড। একের পর এক গোল করে ৬৩ বছরের পুরনো রেকর্ডের খাতা নতুন করে খুলেছেন। ১৯৫৮ সালের পর ফ্রান্সের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৪ গোল করার কীর্তি গড়েছেন তিনি। পশ্চিম জার্মানির বিপক্ষে আগের রেকর্ডটি ছিল জাস্ত ফঁতেইনের।
এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেছে ফ্রান্স। ষষ্ঠ মিনিটে প্রথম গোল পাওয়া পিএসজি তারকা ৩২ মিনিটেই পূরণ করেন হ্যাটট্রিক। আর চতুর্থ গোলটি পান ৮৭ মিনিটে। এর আগে জোড়া গোল পেয়েছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার লক্ষ্যভেদ করেন ৫৫ ও ৫৯ মিনিটে। এছাড়া ৭৫ মিনিটে আদ্রিয়েন রাবিয়ট ও ৮৪ মিনিটে আতোঁয়া গ্রিজমান জাল খুঁজে নেন।
ফলে এক ম্যাচ হাতে রেখে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কাতার বিশ্বকাপে নাম লেখায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে তাদের পযেন্ট ১৫। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড।
এদিকে ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপে পৌঁছে গেছে বেলজিয়াম। ঘরের মাঠে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ১১তম মিনিটে ক্রিস্টিয়ান বেনটেকের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ানিক কারাসকো। তবে ৭০ মিনিটে এরিক সরগা জাল খুঁজে পেলে খেলায় ফেরার ইঙ্গিত দেয় এস্তোনিয়া। কিন্তু মিনিট চারের পর থোরগান হ্যাজার্ড গোল করে দলের জয়ের সঙ্গে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেন।
‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এক ম্যাচ আগেই কাতারের টিকিট কাটালো বেলজিয়াম। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান খেলায় ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়েলস।
আরো পড়ুন: