কাঁচাবাজারে চলছে দাম বৃদ্ধির প্রতিযোগিতা
রাজধানীর কাঁচাবাজারে চলছে দাম বৃদ্ধির প্রতিযোগিতা। প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ হারে। বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম কেজিতে ঠেকেছে ১০০ টাকা। দুই-তিন দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা।
এ ছাড়া গরু, খাসি ও মুরগির দামও ঊর্ধ্বমুখী। বেসামাল বাজারে নানা অজুহাত খুচরা বিক্রেতাদের। মাঠপর্যায়ে কঠোর তদারকি ছাড়া বাজার নিয়ন্ত্রণে কঠিন বলে মত অর্থনীতিবিদদের।