পটুয়াখালী প্রতিনিধি, ধূমকেতু ডটকম: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামিম আল সাইফুল সোহাগ। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় প্রেসক্লাব চত্বরসহ বিভিন্ন পয়েন্টে তিনি অসহায় মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন।
প্রতি পরিবারকে ৪ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ২৫০ গ্রাম গুড়া দুধ দেয়া হয়েছে।
আরও পড়ুন: মাত্র ৫ টাকায় ঈদের বাজার!
এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, যুবলীগ নেতা যুবরাজ, সোহাগ হালদার, মিজানুর রহমানসহ যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামিম আল সাইফুল সোহাগ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল-এর পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।” এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।