কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে দামি খেলোয়াড়
এবার কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে দামি খেলোয়াড়। আইপিলে দুই বছর আগের আসর অর্থাৎ ২০২০ সালের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন প্যাট কামিন্স। তাকে সাড়ে ১৫ কোটিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এই আসরেও তাকে নিয়েছে কলকাতার ক্লাবটি, তবে এবার তার পেছনে তাদের খরচ হয়েছে মাত্র ৭ কোটি ২৫ লাখ রুপিতে।
এর আগে বাংলাদেশ সময় সাড়ে ১২টায় শুরু হয় ২০২২ আসরের মেগা নিলাম। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে জমকালো এ অনুষ্ঠান। শুরুতেই টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ঘোষণা দেন চেয়ারম্যান ব্রিজেশ পাটেল। ভিভো থেকে পরিবর্তিত হয়ে আইপিএলের নতুন স্পন্সর এখন টাটা গ্রুপ।