প্রচ্ছদ

করোনা সংক্রমিত প্রেসিডেন্ট কাচঘেরা বক্সে বসে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান গতকাল রোববার দেশটির মধ্য ডানপন্থী জোটের নেতা পেট্র ফিয়ালাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এক অনুষ্ঠানের মাধ্যমে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়। করোনা পজিটিভ হওয়ায় কাচঘেরা বক্সের ভেতরে অবস্থান করে প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা সারেন প্রেসিডেন্ট মিলোস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিয়ালা পাঁচটি মধ্য ও মধ্য ডানপন্থী দলের একটি ব্লকের নেতৃত্ব দিচ্ছেন। এ ব্লক গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে জয় পায়। এ জয়ের মধ্য দিয়ে তারা প্রধানমন্ত্রীর পদে থাকা আন্দ্রেজ বাবিস ও তার মিত্রদের ক্ষমতাচ্যুত করে। নতুন প্রধানমন্ত্রী ফিয়ালা আগামী মাসের মাঝামাঝি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ফিয়ালাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আনুষ্ঠানিকতা ছিল গতকাল। করোনা সংক্রমিত হওয়া সত্ত্বেও এ অনুষ্ঠানে হাজির হয়ে আনুষ্ঠানিকতায় অংশ নেন প্রেসিডেন্ট মিলোস।

মিলোস একটি হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন একজন চিকিৎসক। তার পরনে ছিল সুরক্ষাপোশাক। আর মিলোসের মুখে ছিল মাস্ক।

মিলোস কাচঘেরা একটি বক্সের ভেতরে বসে প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অন্য অসুস্থতায় প্রায় ছয় সপ্তাহ হাসপাতালে ছিলেন মিলোস। পরে তিনি করোনা সংক্রমিত হন।

এক সংবাদ সম্মেলনে নতুন প্রধানমন্ত্রী ফিয়ালা বলেছেন, নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তার সরকার পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে।

চেক প্রজাতন্ত্রে করোনা সংক্রমণ বাড়ছে। ফিয়ালা সরকারকে করোনভাইরাসের সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলা করতে হবে। করোনা মহামারির কারণে দেশটির স্বাস্থ্যসহ অন্যান্য খাতের সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নতুন প্রধানমন্ত্রী ফিয়ালা দেশটির জনগণকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশটির চিকিৎসাকর্মীদের প্রশংসা করেছেন।

আরো পড়ুন:

ওমিক্রন মোকাবিলায় যুক্তরাজ্যের ‘রেড লিস্টে’ আরও চার দেশ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *