স্বাস্থ্য

করোনা শনাক্তে আট মাস ধরে বিশ্বের শীর্ষ ২০ দেশের তালিকায় নেই বাংলাদেশ

নিখিল মানখিন, ধূমকেতু ডটকম: করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত বাংলাদেশ। এমন পরিস্থিতির মধ্যেও গত ৮ মাস ধরে করোনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের শীর্ষ বিশটি দেশের তালিকায় বাংলাদেশ নেই। মঙ্গলবার পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গত কয়েক মাস ধরে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত বাংলাদেশ। করোনায় দৈনিক মৃতের সংখ্যা দুই শতাধিক ও নতুন শনাক্তের সংখ্যা ১১ হাজারের উপরে থাকছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, গত দেড় সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে দৈনিক নতুন রোগী শনাক্তের হার হ্রাস পাচ্ছে।

২০২০ সালের জুলাইয়ে করোনাভাইরাস শনাক্তের তালিকায় শীর্ষ একের পর এক দেশকে পেছনে ফেলে দেয় বাংলাদেশ। ওই বছরের ২৮ জুলাই বাংলাদেশ সময় বেলা তিনটায় ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে শীর্ষ ১৬তম স্থানে চলে যায় বাংলাদেশ, যা করোনা পরিস্থিতিরি অবনতির চিত্র তুলে ধরে। কিন্তু একই বছরের ডিসেম্বরে পরিস্থিতির উন্নতি ঘটিয়ে বিশ্বের করোনায় চরমভাবে জর্জরিত বিশ্বের শীর্ষ বিশটি দেশের তালিকার বাইরে গিয়ে বাংলাদেশ ২৯তম স্থানে চলে যায়। পরবর্তীতে করোনা পরিস্থিতির অবনতি ঘটলেও বিশ্বের শীর্ষ ২০টি দেশের তালিকায় আসেনি বাংলাদেশ।

চলতি ২০২১ সালের ১০ আগস্ট পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা গেছে, বিশ্ব সংক্রমণ শনাক্ত তালিকায় বাংলাদেশ এখন ২৬তম স্থানে অবস্থান করছে।

সংক্রমণ শনাক্তের তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। এরপর রয়েছে ভারত (দ্বিতীয়), ব্রাজিল (তৃতীয়), রাশিয়া (চতুর্থ),  ফ্রান্স (পঞ্চম),  যুক্তরাজ্য (ষষ্ঠ), তুর্কি (৭ম), আর্জেন্টিনা (৮ম), কলম্বিয়া (নবম), স্পেন (দশম), ইতালী (১১তম), ইরান (১২তম), জার্মানী (১৩তম), ইন্দোনেশিয়া (১৪তম), মেক্সিকো (১৫তম), পোল্যান্ড (১৬তম), দক্ষিণ আফ্রিকা (১৭তম), ইউক্রেন (১৮তম), পেরু (১৯তম), নেদারল্যান্ড (২০তম), ইরাক (২১তম), ফিলিপাইন (২২তম), চেকিয়া (২৩তম), চিলি (২৪), কানাডা (২৫তম) ও বাংলাদেশ (২৬তম)।  

ওয়ার্ল্ডোমিটার জানায়, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ কোটি ৪১ লাখ ৫০ হাজার ৫০৯ জন এবং মারা গেছেন ৪৩ লাখ ১৬ হাজার ৩০৩ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ কোটি ৩৩ লাখ ৩৮ হাজার ৮৯১ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন এক কোটি ৬৪ লাখ ৯৫ হাজার ৩১৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৯৯ হাজার ৯৮০ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *