নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার হার বৃদ্ধি পেয়ে প্রায় ৯৮ শতাংশে উঠেছে। দেড় মাস ধরে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে করোনা রোগী সুস্থতার হার স্বস্তিকর স্থানে পৌঁছেছে। অথচ জুলাইয়ে এই হার হ্রাস পেয়ে নেমে গিয়েছিল ৮৬ শতাংশে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দৈনিক সুস্থ হওয়া করোনা রোগীর হার পহেলা অক্টোবর ৯৭ দশমিক ৪৪ শতাংশ, ২ অক্টোবর ৯৭ দশমিক ৪৫ শতাংশ, ৩ অক্টোবর ৯৭ দশমিক ৪৮ শতাংশ এবং ৫ অক্টোবর ৯৭ দশমিক ৪৯ শতাংশ ছিল।
এভাবে দৈনিক সুস্থতার হার ৩১ আগস্ট ৯৫ দশমিক শূন্য ৩ শতাংশ। সেপ্টেম্বরে দৈনিক সুস্থতার হার পহেলা সেপ্টেম্বর ৯৫ দশমিক ২৩ শতাংশ, ১৫ সেপ্টেম্বর ৯৭ দশমিক শূন্য ২ শতাংশ, ২০ সেপ্টেম্বর ৯৭ দশমিক ৩৪ শতাংশ, ২৫ সেপ্টেম্বর ৯৭ দশমিক ৪১ শতাংশ, ৩০ সেপ্টেম্বর ৯৭ দশমিক ৪৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার হার ২০ আগস্ট ৯২.৭৪ শতাংশ, ১৯ আগস্ট ৯২.৪০ শতাংশ, ১৮ আগস্ট ৯২.১১ শতাংশ, ১৭ আগস্ট ৯১.৭৩ শতাংশ, ১৬ আগস্ট ৯১.৩০ শতাংশ, ১৫ আগস্ট ৯১.১১ শতাংশ, ১৪ আগস্ট ৯০.৭৩ শতাংশ, ১৩ আগস্ট ৯০.৬২ শতাংশ, ১২ আগস্ট ৯০.৩৫ শতাংশ, ১১ আগস্ট ৯০ শতাংশ, ১০ আগস্ট ৮৯.৭১ শতাংশ, ৯ আগস্ট ৮৯.৩৬ শতাংশ,৮ আগস্ট ৮৯ শতাংশ, ৭ আগস্ট ৮৮.৪৯ শতাংশ, ৬ আগস্ট ৮৭.৮১ শতাংশ, ৫ আগস্ট ৮৭.৪৭ শতাংশ, ৪ আগস্ট ৮৭.১২ শতাংশ, ৩ আগস্ট ৮৬.৮০ শতাংশ, ২ আগস্ট ৮৬.৬০ শতাংশ, পহেলা আগস্ট ৮৬.৪৭ শতাংশ। আর গত ৩১ জুলাই সুস্থতার হার ছিল ৮৬.২১ শতাংশ।
আরো পড়ুন:
স্বাস্থ্য বিষয়ক এসডিজি অর্জনে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি