ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: করোনা রোগীদের অক্সিজেন নিশ্চিত করতে রকেট ইঞ্জিনের পরীক্ষা স্থগিত করেছে রাশিয়া।গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার মহাকাশ বিভাগের শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, করোনা রোগীদের জন্যে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে চলতি মাস পর্যন্ত ভোরোনেজ শহরে রকেট ইঞ্জিন পরীক্ষা স্থগিত রাখা হবে।
করোনা মহামারি শুরুর পর থেকে গত শনিবার রাশিয়ায় একদিনে সর্বোচ্চ ৯৬৮ জনের মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর দিন মারা গেছেন ৯৬২ জন।
জাতীয় টিকাদান কর্মসূচির ধীর গতির কারণে এই মৃত্যু হয়েছে বলে ক্রেমলিনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
রাশিয়ার স্পেস এজেন্সির প্রধান টুইট বার্তায় বলেন, ‘রোগীদের মেডিকেল অক্সিজেনের চাহিদা ক্রমশ বেড়ে যাওয়ায় ভোরোনেজের কেমিক্যাল অটোমেটিকস ডিজাইন সংস্থা চলতি মাস পর্যন্ত রকেট ইঞ্জিন পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’
আরো পড়ুন: