নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম : দেশে করোনা শনাক্তের জন্য নমুনা পরীক্ষার ল্যাবরেটরীর সংখ্যা এক মাসে বেড়েছে ৮৪টি। ল্যাবের সংখা বৃদ্ধি পেয়ে বর্তমানে ৬৪৯টিতে দাঁড়িয়েছে।
এবিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ধূমকেতু ডটকমকে বলেন, দেশে করোনা শনাক্তের জন্য পরীক্ষিত নমুনার সংখ্যা বাড়াতে ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি অব্যাহত রেখেছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারিতে ল্যাবরেটরীর সংখ্যা ছিল ২০৪টি, এর মধ্যে আরটি-পিসিআর ১১৬টি , জিন-এক্সপার্ট ২৮টি ও র্যাপিড এ্যান্টিজেন ৬০টি।
ফেব্রুয়ারিতে ল্যাবরেটরীর সংখ্যা ছিল ২১৫টি, এর মধ্যে আরটি-পিসিআর ১১৭টি , জিন-এক্সপার্ট ২৯টি ও র্যাপিড এ্যান্টিজেন ৬৯টি।
মার্চে ল্যাবরেটরীর সংখ্যা ছিল ২২৪টি, এর মধ্যে আরটি-পিসিআর ১২০টি , জিন-এক্সপার্ট ৩১টি ও র্যাপিড এ্যান্টিজেন ৭৩টি।
এপ্রিলে ল্যাবরেটরীর সংখ্যা ছিল ৪১৯টি, এর মধ্যে আরটি-পিসিআর ১২৩টি , জিন-এক্সপার্ট ৩৪টি ও র্যাপিড এ্যান্টিজেন ২৬২টি।
জুনে ল্যাবরেটরীর সংখ্যা ছিল ৫৬৫টি, এর মধ্যে আরটি-পিসিআর ১২৭টি , জিন-এক্সপার্ট ৪৭টি ও র্যাপিড এ্যান্টিজেন ৩৯১টি।
আর ৩১ জুলাই পর্যন্ত ল্যাবরেটরীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ছিল ৬৪৯টিতে, এর মধ্যে আরটি-পিসিআর ১৩২টি , জিন-এক্সপার্ট ৫৩টি ও র্যাপিড এ্যান্টিজেন ৪৬৪টি।