প্রচ্ছদ

করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এগিয়ে: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সবাইকে মুগ্ধ করেছে। তিনি তার ভাষণে বাংলাদেশের সামগ্রিক বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ট্রেনিং কেন্দ্র এবং টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখ হাসিনার ভাষণে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এদেশের অর্থনীতি পুনরুদ্ধারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফল।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক সাজেদা খাতুনসহ কুমেক হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।

আরো পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *