প্রচ্ছদ

করোনা টিকা দেয়া হয়েছে অন্তরীণ সু চিকে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে টিকা নিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি (৭৬)। করোনার টিকা দেওয়া হয়েছে তার ব্যক্তিগত কর্মীদেরও। গত ১ ফেব্রুয়ারি দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই অন্তরীণ আছেন সু চি।

মঙ্গলবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সু চির টিকা নেওয়ার বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী মিন মিন সোয়ে। তিনি বলেন, সু চি ও তার ব্যক্তিগত কর্মীদের সবাইকে করোনার টিকা দেওয়া হয়েছে। তিনি জানান, জান্তা সরকারের উদ্যোগে তাদের টিকা দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে আর কিছু জানাননি সু চির আইনজীবী। এমনকি সু চিকে কবে, কোন দেশের উদ্ভাবিত করোনার টিকা দেওয়া হয়েছে, সেটাও জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আটক হওয়ার আগেই করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন সুচি। এবার নিলেন টিকার দ্বিতীয় ডোজ। নিরাপত্তা রক্ষী, রাঁধুনিসহ সু চির সঙ্গে প্রায় ১০ জন কর্মী রয়েছেন।

মিন সোয়ে আরও বলেন, করোনা পরিস্থিতি নিয়ে তিনি (সু চি) বেশ উদ্বিগ্ন। সংক্রমণ এড়াতে জনগণকে সম্ভব হলে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সু চি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *