নিজস্ব প্রতিবেদক, ধূমকেতুডটকম: করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটা বিষয়ে আলোচনা ছিল, ভ্যাকসিনের অবস্থাটা কি হবে? দ্বিতীয় ডোজ ৮ তারিখ (৮ এপ্রিল) থেকে কি কন্টিনিউ করবে, নাকি করবে না।’

‘এটা মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন, ৮ তারিখ থেকে যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা সেটা যথাযথভাবে চলবে। প্রথম ডোজ কাল (৬ এপ্রিল) শেষ হয়ে যাবে। ৮ তারিখ থেকে কনফার্ম। আমাদের টিকা আছে।’

ভ্যাকসিনের মজুত কম-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখন পর্যন্ত অসুবিধা হবে না।’

গত ২৭ মার্চ টিকার চালান আসার কথা, সেটা আসেনি- এ বিষয়ে সচিব বলেন, ‘আমি কথা বলেছি। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় ডোজ দিতে তেমন কোনো সমস্যা হবে না।’

রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রোজার সময় দ্রব্যমূল্যের দাম নিয়ে আলোচনা হয়েছে, বাণিজ্যমন্ত্রী মহোদয় মিটিংয়ে ছিলেন। উনাদের প্রস্তুতি আছে, সবকিছু আছে।’

তিনি বলেন, ‘তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি বলে উনারা একটা প্রস্তাব দিয়েছেন। ট্যাক্সের ক্ষেত্রে রিবেট (ছাড়) দিলে আমরা কম দামে বাজারে দিতে পারব। রাজস্ব বোর্ড বলেছে, এই বিষয়ে তারা চিন্তা করবে। মন্ত্রিসভা বলেছে, যে পরিমাণ রিবেট দেয়া হবে, বাণিজ্য মন্ত্রণালয় নিশ্চিত করবে খুচরা মূল্যে সেই পরিমাণ প্রভাব যাতে পড়ে।’

এছাড়া অন্যান্য নিত্যপণ্যের মজুতও পর্যাপ্ত আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *