ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকমঃ করোনা টিকাকরণে ভারতের ত্রিপুরার উত্তর জেলা প্রথম স্থানে রয়েছে। ইতোমধ্যে এই জেলার ছয়টি গ্রাম পঞ্চায়েতে ১০০ শতাংশ টিকাকরণ হয়েছে বলে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন। এই গ্রাম পঞ্চায়েতগুলো হলো কালাছড়া ব্লকের অন্তর্গত দক্ষিণ হুরুয়া, লক্ষ্মীনগর এবং গোবিন্দপুর। যুবরাজনগর ব্লকের অন্তর্গত পশ্চিম তিলথৈ এবং মঙ্গলকালী গ্রামপঞ্চায়েত।
মুখ্যমন্ত্রী আশা করেছেন এভাবে টিকাকরণ প্রক্রিয়া চলতে থাকলে খুব দ্রুত গোটা রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণ হয়ে যাবে। টিকা গ্রহণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন মানুষ দীর্ঘ লাইন ধরে টিকা নিচ্ছেন। হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি স্বাস্থ্য দপ্তর বিভিন্ন বাজার, ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠানে সামাজিক সংস্থার অফিশিয়াল শিবির করে টিকাকরণ কর্মসূচি করছে যাতে ব্যাপক অংশের মানুষ দ্রুত টিকা নিতে পারেন।