ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ২০১৯ সালে বিশ্বে হঠাৎ হানা দেয় নতুন ভাইরাস। ভালো করে কিছু বোঝার আগেই মহামারি থেকে অতিমারির আকার নেয় সেটি। সেই ভাইরাসকে বিশ্লেষণ করে চিকিৎসা পদ্ধতি, ওষুধ বা টিকা নিয়ে এখনো গবেষণা চলছে। আইভারমেকটিন ওষুধ প্রাথমিকভাবে করোনা আক্রান্তদের দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার প্লাজমা থেরাপি বাদ দেওয়ার কথা জানালো। বার্তাসংস্থা এ এফ পি-র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

করোনা চিকিৎসায় প্লাজমার ব্যবহার করা যাবে না। শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালে প্লাজমার ব্যবহার করার কথা বলা হয়েছে। সম্প্রতি একটি ব্রিটিশ পত্রিকায় এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, প্লাজমা থেরাপি করালে যে কোভিড আক্রান্তের ভেন্টিলেশনের প্রয়োজন পড়বে না এমনটা নয়। পাশাপাশি এই চিকিৎসা পদ্ধতি অপেক্ষাকৃত দামি ও সময় সাপেক্ষ বলেও উল্লেখ করা হয়েছে। বিশেষত যাদের উপসর্গ তেমন ভয়ঙ্কর নয়, তাদের ক্ষেত্রে প্লাজমা থেরাপি ব্যবহার না করার কথা বলা হয়েছে।

সাধারণত যারা করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন, এমন কারও প্লাজমা নিয়েই করোনা রোগীর চিকিৎসা করা হয়। প্লাজমায় থাকা অ্যান্টিবডি করোনা চিকিৎসায় সাহায্য করে বলে জানা গিয়েছে। অতিমারির শুরুর দিকে বিশ্বের বহু দেশ এই পদ্ধতিতে চিকিৎসা করেছে। তবে বর্তমানে সেই পদ্ধতি ব্যবহারের প্রয়োজন নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ১৬ হাজার ২৩৬ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশেষ গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর পাশাপাশি করোনার চিকিৎসা পদ্ধতি নিয়ে আরও কিছু নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেগুলো হলো-

-শুধু ক্লিনিক্যাল ট্রায়ালেই প্লাজমা ব্যবহার করা যাবে।

-মনোক্লোনাল অ্যান্টিবডি কাসিরিভিম্যাব-ইমডেভিম্যাবে শর্তসাপেক্ষে সায় দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-টসিলিজুম্যাব বা সারিলুম্যাবের ব্যবহারের পক্ষে রায় দেওয়া হয়েছে।

-আইভারমেকটিন ব্যবহার নয়, শুধু ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যবহার করা হবে এই ওষুধ।

-হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার না করার কথা বলা হয়েছে।

-লোপিনাভির বা রিটোনাভির ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

-রেমডেসিভির ব্যবহার না করার কথা বলা হয়েছে।

-কর্টিকোস্টেরয়েডের পক্ষে রায় দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটা সাইটোকাইন স্টর্ম ঠেকাতে সাহায্য করবে বলে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন:

ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিনের কাজ করা উচিত: ডব্লিউএইচও

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *