স্বাস্থ্য

করোনায় সুস্থতার সংখ্যাও বাড়ছে প্রতিদিন

ধূমকেতু ডেস্কঃ মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে প্রতিদিন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৬১৭ জন।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ১৯ হাজার ১১৭ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ২৯৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৬১৭ জন।

ওয়েবসাইটটি জানাচ্ছে, বর্তমানে এ ভাইরাসের আক্রান্ত ৪৮ হাজার ২৬৪ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ হাজার ৪৭ জনের অবস্থা সঙ্কাটাপন্ন আর ৪২ হাজার ২১৭ জনের অবস্থা স্থিতিশীল।

ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮০ হাজার ৭৭৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ১৫৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *