করোনায় মৃত্যুর বিশ্ব রেকর্ড চার মাস পর

মহামারি করোনভাইরাসের সংক্রমণে করোনায় মৃত্যুর বিশ্ব রেকর্ড চার মাস পর। করোনভাইরাসের সংক্রমণে দিশেহারা বিশ্ব। বিশ্বের কোথাও কোথাও টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ দেখা যাচ্ছে।

আবার কোথাও করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়ারও প্রস্তুতি চলছে। এ রকম পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ২০ হাজার ৫৪৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৪২ জনের। গত ১৫ সেপ্টেম্বরের পর করোনায় মৃত্যু ১০ হাজারের নিচেই ছিল। চার মাস পর দৈনিক মৃত্যু সংখ্যা ১০ হাজার ছাড়াল।

এর আগে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৯ হাজার ৬৪৭ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছিল ৩৩ লাখ ২০ হাজার ৪৩৯ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৬ কোটি ২৯ লাখ ৩৭ হাজার ৩২৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৪৫ হাজার ১৭৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৮ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ১৮৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৪০৩ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৮ হাজার ৬৮০ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *