শিল্প ও বাণিজ্য

করোনায় মানবতা : ১৫০০ পরিবারের পাশে দি সিটি ব্যাংক লিমিটেড

নিজস্ব প্রতিবেদক: “মানুষের পাশে সিটি ব্যাংক” এই কর্মসূচির আওতায় ‘দি সিটি ব্যাংক লিমিটেড’ করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনকালে অসহায় ও দুস্থ ১,৫০০ পরিবারের জন্য ন্যূনতম ১৫ দিনের উপযোগী খাদ্যসামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম-এর নিকট। এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিএমপির উত্তর জোনের ডিসি বিজয় বসাক।

সিএমপি উত্তর বিভাগের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য দি সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাশরুর আরেফিনসহ ব্যাংকের সকল পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিএমপি কমিশনার এবং উত্তর জোনের ডিসি।

বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যেক বিটে বিটে সামাজিক দূরত্ব বজায় রেখে নীরবে-নিভৃতে পৌঁছে যাবে এই খাবার সামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *