আন্তর্জাতিক

করোনায় বিধ্বস্ত ভারতে মৃত্যু ও সংক্রমণ কমেছে

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে করোনায় মৃত্যু এবং সংক্রমণ দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৪২ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন।

শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়েছে, এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ ২৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে চার লাখ ১২ হাজার ৫৩১ জন মানুষ।

এর আগে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। মৃত্যু হয়েছে ৫৮১ জনের।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৮৩ হাজার জনের, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৯৭ লাখ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *