করোনার প্রকোপ আরো বাড়ছে ঢাকাতে
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত করোনার প্রকোপ আরো বাড়ছে ঢাকাতে! একদিনে ঢাকাতে আরও ১২৫৪ রোগী শনাক্ত।
দেশব্যাপী দ্রুত ছড়াচ্ছে মহামারি করোনাভাইরাস। তবে দেশের অন্য জেলা শহরগুলোর তুলনায় ঢাকায় দ্রুত ছড়াচ্ছে এ ভাইরাস।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আরও ১২৫৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্ত হয়েছে ১১৯৬ জন করোনা রোগী।
২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জন করোনায় মারা গেছেন। যাদের মধ্যে ২ জনই ঢাকার।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও এক হাজার ৪৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে।