খেলাধুলাসর্বশেষ

করোনার জন্য বিপিএল দর্শক সংখ্যা শিথিল করা হবে

করোনার জন্য বিপিএল দর্শক সংখ্যা শিথিল করা হবে

করোনার জন্য বিপিএল দর্শক সংখ্যা শিথিল করা হবে ভাবছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বিপিএলে গ্যালারিতে দর্শক উপস্থিতি নিয়েও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন কি না এ বিষয়ে সরকারি দিকনির্দেশনার দিকে তাকিয়ে আছে বোর্ড- জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।

বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজির স্পন্সর নিয়েও সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে সংগঠন। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে কাঁপছে পুরো বিশ্ব। তবে বাংলাদেশে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। ওমিক্রনের বিস্তার ঠেকাতে নানা সুপারিশ করেছে পরামর্শক কমিটি। এমন পরিস্থিতিতেই দুই সপ্তাহ পর শুরু হবে বিপিএল।

করোনাকালে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসর। দর্শক-সমর্থকদেরও উত্তেজনা তুঙ্গে। পূর্ব ঘোষণা অনুযায়ী মাঠে দর্শক প্রবেশের সুযোগ রেখেছিল বিসিবি। এখনো নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড। তবে সরকারের নির্দেশনায় সেখানেও আসতে পারে পরিবর্তন।

জালাল ইউনুস বলেন, ‘সরকারের সঙ্গে যে আলাপ-আলোচনা হয়েছিল সেখানে আমরা ৫০ ভাগ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার চিন্তা-ভাবনা করেছিলাম। কিন্তু এখন যদি সরকার মনে করে যে, ওমিক্রন ছড়ানোর সম্ভাবনার কারণে আমাদের আরও নির্দেশনা মানতে তবে আমরা রাজি। আলাপ-আলোচনা চলছে, পরিস্থিতির ওপর নির্ভর করছে সবকিছু, দেখা যাক আগামী দশ দিনের অবস্থা কি হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *