নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনা মহামারীকালে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ। এবছর করোনায় লকডাউনে অসহায় হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি করোনা রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্যরা।
বর্তমান সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আর্তমানবতার সেবায় অনেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন। সে রকমই এক কার্যক্রম পরিচালনা করছেন জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্যরা।
বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে দেশব্যাপী ছাত্রলীগের নেতকর্মীদের খাদ্যসামগ্রী বিতরণ, কৃষকের ধান কাটা, করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনসহ নানা কাজে জনমানুষের পাশে থেকে ব্যাপক সাড়া পেয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা দেশব্যাপী প্রশংসিত হয়। করোনার প্রাদুর্ভাব দিন দিন যেমন বাড়ছে, তেমনি ছাত্রলীগের নানাবিধ ব্যতিক্রমী কার্যক্রম পুরো দেশে পরিলক্ষিত হয়েছে। সে রকমই এক কার্যক্রম পরিচালনা করছে তারা।