কবি জীবনানন্দ দাশের ১২৩তম জন্মদিন
রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৩তম জন্মদিন আজ। যে বরিশাল শহরে নির্লিপ্ত, অন্তর্মুখী জীবনানন্দের জন্ম আর বেড়ে ওঠা, তার জন্মদিনে সেখানে হয় না বড় কোনো আয়োজন। অবহেলায় নিশ্চিহ্ন হওয়ার পথে কবির বসতভিটা।
বরিশাল শহরের জীবনানন্দ দাশ সড়ক। আগে যার নাম ছিলা বগুড়া রোড। সড়কের এ বাড়িতেই বড় হয়ে ওঠেন বাংলা কবিতার উজ্জ্বলতম নক্ষত্র জীবনানন্দ দাশ।
ঠাকুরদাদা সর্বানন্দ দাশের নামেই বাড়ির নাম ছিল ‘সর্বানন্দ ভবন’। ১৯৪৬ সালে বরিশাল ছাড়েন কবি। এরপর বাড়িটির মালিকানা বদল হয়, বদলে যায় বাড়ির নামও।
কবির বাড়ির বর্তমান বাসিন্দা নুরজাহান বেগম জানান, কবি এ বাড়িতে ছিলেন। আমরা শুধু কবির স্মৃতি ধরে রাখতেই এ বাড়ির নাম দিয়েছি ধানসিঁড়ি।