হৃদয় বন্দিনী
খোকন কুমার রায় :
অধিকার নেই আজ হৃদয় বন্দিনী
হয়ে যে গেছো তুমি অন্যের সঙ্গিনী
সুখে কি আছো তুমি আমায় ফেলে
হয়ে আজ অন্য কারো অর্ধাঙ্গিনী?
তুমি ছাড়া কারো ছবি আঁকিনি
তুমি ছাড়া কাউকে তো ডাকিনি
কেন তবু তুমি ফিরে এলে না?
আঁধারে প্রদীপ জ্বেলে দিলে না?
কি ছিলো যে ভুল আজও জানিনি
তুমিহীনা এ জীবন ভাবিনি
চলে গেছো, পারিনি যে বাঁধতে
পেরেছি অঝোরে শুধু কাঁদতে
পথে আছি দাঁড়িয়ে অপেক্ষায়
যদি কভু ফেরে সে এ আঙ্গিনায়
পারি না আজও হিসাব মেলাতে
কি দিয়ে পারবো তারে ভোলাতে।।