হাতছানি
খোকন কুমার রায়
কে মোরে পিছু ডাকে, থামায় বারে বারে
কান পেতে তাই বসে থাকি, সে ডাক শুনিবারে।।
কে মোরে পেছন থেকে দেয় গো হাতছানি
সে ডাক শুনে তাকাই যদি পালায় সে তখনই
পিছন ফিরে তাকাই যখন, ক্ষণেই মিলায় হাওয়ায় তখন
অশ্রুসজল তাকিয়ে থাকি আবার যদি ফেরে।।
সে যদি গেছে চলে কেন পিছু ডাকে ছলে
কেনই বা তাঁর বিহনে আমি ভাসি নয়ন জলে
স্মৃতিগুলো করে পুঁজি বসে আছি দুচোখ বুজি
আঁখি মেলে চেয়ে দেখি সে রয় অন্য পারে।।