মা-মাটি দেশ
নিকুঞ্জ কুমার বর্মন :
মায়ের কোলে জীবন শুরু, মাটির কোলে শেষ
জীবন দিয়ে ভালোবাসবো মা-মাটি আর দেশ।।
যে মাটিতে মিশে আছে রক্ত শহীদের,
যে দেশেতে ভেসে আসে কণ্ঠ মুজিবের
সে দেশের মুক্ত বাতাস জুড়ায় মনের দুঃখ ক্লেশ।
জীবন দিয়ে ভালোবাসবো মা মাটি আর দেশ।।
পদ্মা, মেঘনা, যমুনা নদী চলে সাগর পানে
নদীর বুকে ঢেউ খেলে যায় ভাটিয়ালি গানে।।
চিরল চিরল বৃক্ষলতা সবুজ শ্যামল ক্ষেত
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান নেই ভেদাভেদ
সে যে আমার রক্তে লেখা সোনার বাংলাদেশ।।
জীবন দিয়ে ভালোবাসবো মা মাটি আর দেশ।।