ভাবের মন
খোকন কুমার রায় :
মন কান্দেরে মনের টানে
রয় পড়ে হায় আঁধার কোনে
মন হারাইয়া মনে মনে
খুঁজে এখন জনে জনে
কোথায় আছে পড়ে ও মন
জিজ্ঞাসি বা কোন জনে
টেনে ধরি মনের লাগাম
ছোটেরে মন কার সন্ধানে
ধরে এমন গান ধরে যে
পড়ে প্রেমে কোন জনে যে
খুঁজে বেড়াই অহর্নিশি
থাকে সে জন কোনখানে
মনের মানুষ খুঁজে ফিরে
ক্লান্ত এ মন ফেরে ঘরে
মনে মনে যাহারে চাই
কোথায় গেলে পাইবো তারে
প্রেম বিনে যে কিছুই না চায়
বন্দী রে মন কিসের মায়ায়
কে হবে এই মনের মাঝি
বাইবে তরী জোয়ার ভাটায়
সেই জনেরই তালাশে মন
খুঁজে ফিরে যখন তখন
মনে মনে মিললে রে মন
কতই তারে করতাম যতন
মনে মনে না মিলিলে
রইবে হিসাব গরমিলে
থাকবে না তো সুখ দিলে
বৃথা জনম পাড়ি দিবে।