পিতা স্বর্গ
খোকন কুমার রায় :
তুমি ছিলে আমার সূর্য তোমারই প্রাণে বাঁচি
এখনো যে শিশু আমি তোমার ছায়াই যাচি
কত আদরে কাঁধে চড়ে, মেলায় যেতাম মানুষের ভিড়ে
আনন্দ লেগে থাকতো সদা, আমার ছোট্ট হৃদয় জুড়ে
অ আ ক খ শিখেছি যে তোমার কোলে বসে
চকের সাদায় শরীর মেখে যেতো পড়া শেষে
পিতা স্বর্গ, পিতা ধর্ম যপি বারে বার
তোমার বুকেই স্বর্গ, যদি পেতাম আরেকবার
তোমার হাতটি ধরে প্রথম গিয়েছি স্কুলঘরে
সেই হাতটি আজও খুঁজি কেন গেল ছেড়ে?
বাবার জন্য এই শিশু মন সারাক্ষণ কেঁদে চলে
ভাসিয়ে মোরে আঁখি জলে ঘুমিয়ে আছো দূরে।