নৌকাডুবি ২
খোকন কুমার রায় :
কতকিছু দেখছি হায় এই বঙ্গদেশে
শয়তান করে স্রষ্টার পূজা কতই রঙ্গে ভেসে!
শয়তানে গায় জয়গান
তসবিতে জপে স্রষ্টার নাম
চাতুরী ভরা মুখমণ্ডল
বাধায় যত গন্ডোগোল।
ছলনায় কার্যসিদ্ধিতে নাইকো তাহার জুড়ি
গায় বিনাশী গান উল্লাসে মোদের নায়ে চড়ি।
আপন স্বার্থ সিদ্ধিতে তার
জুড়ি মেলা ভীষণই ভার
ধান্ধাবাজিতে মেধা অপার
নৌকাতে তাই হচ্ছে সে পার।
মাঝি মল্লার অসহায় আজি
নৌকায় তার ভরে গেছে পাজি
মাঝি মল্লার নদীতে ফেলে
নাও নিয়ে তারা যাচ্ছে যে চলে।
আসল মাঝি করে হায়হায়
তার নৌকায় কারা দাঁড় বায়
প্রিয় নাও যদি ডুবে দরিয়ায়
ঈশান কোণের বদ হাওয়ায়।
কেঁদে কেঁদে কয় নৌকার মাঝি
প্রাণ বুঝি হায় চলে যায় আজি
নৌকাকে তার বাঁচাতে যে হবে
প্রাণ যদি যায় যাক গিয়ে তবে।
লাল সবুজের পালে একি হায়
লাগলো বদ হাওয়া
উজানে না গিয়ে ভাটায় সে যায়
কালো রঙে পাল ছাওয়া।
আরো পড়ুন: