দেবী ত্রিনয়নী
খোকন কুমার রায় :
আবারও ঝরবে অসুরের রক্ত
ঐ মা আসছে লয়ে অস্ত্র সমস্ত
দানবেরা সব হবে যে বিনাশ
মা যে করবে সবার দুর্গতি নাশ।
দুর্গতিনাশিনী তুমি হে ত্রিনয়নী
মাতৃরুপে বিরাজ করো ধন্য এ ধরণী
লাখো ভক্ত করে যে প্রার্থনা
শান্তি স্থাপনে চায় তোমারি করুণা।
ঢাক ঢোলে পুষ্পে পূজি তোমায়
আনন্দে নাচে প্রাণ আরতি ধোঁয়ায়
মহিষাসুর মর্দিনী তুমি শক্তি তেজস্বিনী
ঘোচাও কষ্ট প্রাণের হে দুঃখবিনাশীনী।
তোমার সহাস্য শারদ আগমনে
পাই শক্তি মোরা শুভ জাগরনে
জ্যোতির্ময়ী তুমি হে মা আলো ছড়াও প্রাণে
দাও ভরে এ ভুবন সম্প্রীতির গানে গানে।
আরো পড়ুন: