কাজল দীঘি
খোকন কুমার রায় :
এ কেমন প্রেম রে বন্ধু, হারাও বারবার
কবে আমি হইবো স্থায়ী হৃদয়ে তোমার
এক গোধুলির ফিকে আলোয় তোমায় দেখেছিলাম
রুপ দেখিয়া বন্ধু সেদিন প্রাণে মরিলাম।।
কন্যা সুন্দর আলোয় তোমার রুপ করে ঝলমল
দু’চোখ যেন কাজল দীঘি অশ্রু টলমল
তোমারই রুপ সাগরে সেদিন দিয়েছিলাম ঝাঁপ
আর পারি না ভুলতে বন্ধু, এ কোন অভিশাপ।।
তোমার মনের জোয়ার ভাটা আগেতো বুঝিনাই
ঝাঁপ দিয়ে কি ভুল করিলাম, কুল খুঁজে না পাই
তোমার প্রেমের মায়ায় বন্ধু ডুবি বারে বার
কান্দে খোকনের মন, ওই রুপ দেখিতে আবার।।