কবিতার মুক্তি
খোকন কুমার রায় :
কবিতা তোমায় আমি দিলাম মুক্তি
মুক্ত করলাম তোমায়, মেনো না আর যুক্তি
ভেঙ্গে ফেলো সকল শৃঙ্খল,
করো বিলুপ্ত ছন্দের চুক্তি
তোমায় বেঁধেছিলাম কত কথার গাঁথুনিতে
ছেড়ে দিলাম তোমায় এবার মুক্ত ধরণীতে
রেখেছিলাম তোমায় কত যত্নে অন্তরে
বাঁধন খুলে হয়তো চলে যাবে দূরে
আবেগের বন্ধনে ছিলে হৃদয়ে গেঁথে
উঠেছি তোমাকে নিয়ে আনন্দে মেতে
ফুলের মত তোমায় গাঁথতাম যতনে
কত কি যে লিখে গেছি হৃদয় দহনে
তোমার ডায়েরিখানা বুকে ধারণ করে
রাখবো যত্নে তোমায় স্মৃতির কোটরে।
আরো পড়ুন: