একটি নাম চাই
শুভাশীষ কুমার চ্যাটার্জী:
বউ কে কী নামে ডাকবো তার একটা
শক্তিশালী নাম চাই,
স্বামী তারও একটা লোহার মত নাম চাই।
ওই যে সোনা মনা, জানু, ওসব ঢেবনা নাম চলবে না,
ভন্ডল এর শাশুড়ি নাকি বলে নতজানু নাম
আমাদের সাত্তার চাচা বলতেন এঁড়ে গরু
দামড়া হওয়ার আগের নামটাই ঠিক ছিল
কিম্বা বকনা গাভী হওয়ার আগে।
তাহলে মানুষ? নৈতিক বিকাশের মানদন্ড
তছনছ করে চাপিয়ে দেয়া বাবা মায়ের
আঁচল ধরে আত্মপরিচয়ের চোরাবালির
চেয়ারে বসে থাকবে?
নামের একটা সমাধান চাই
দাঁত ওঠার আগে ও পরে
নানা আমাদের কত নাম আম জনতা
কাঁঠাল জনতা, জাম জনতা, মালাউন,
আস্তিক, নাস্তিক, কাদিয়ানি, হাসিয়ানি
আগাবাদী, গোড়াবাদী
বাম, ডান
দিন আনি দিন খাই
যার কোনো পদ নাই
তার যেন ছায়া না মাড়াই
আরো কত কি!
আরো পড়ুন: