উন্মাদ
খোকন কুমার রায় :
আমি এক উন্মাদ
নগরীর নর্দমায় আমার বাসস্থান
আস্তাকুড়ের উচ্ছিষ্ট আমার জীবিকা
আর বিলাসিতা দেখা আমার নেশা
জঞ্জালে স্বপ্ন খুঁজে বেড়াই সারাবেলা
আর অভিশপ্ত কীটগুলোর সাথে করি খেলা।
ইট পাথরের জঙ্গলে খুঁজি সবুজ স্বপ্ন
নিয়ন আলো গায়ে মেখে হই রঙ্গিন
খুঁজে পাই কৃত্রিম রঙিন ভুবন
দিনভর হাতড়ে বেড়াই এক চিলতে রোদ
সূর্যস্নান সেরে দুপুরের খাবার ভাগাড়ের আহার
রাতভর খুঁজি তৃষ্ণা মেটাতে চন্দ্রালোক
স্নিগ্ধ জ্যোৎস্নায় চুমুক দিয়ে মেটাই বুকের পিয়াস
কিন্তু হায়, চারিদিকে কেবল আকাশ ছোঁয়া অট্টালিকার কঙ্কাল
চাঁদের আলো পৌঁছাতে পারে না এই দূর্ভেদ্য প্রাচীর টপকে
সূর্যের আলো এসে, এখানে পেট্রোলে মেশে
মানুষগুলো কত অসহায় এখানে
জীবনের খোঁজে এসে দগ্ধ হয় বাণিজ্যিক আগুনে
সন্ধান মেলেনা আলোক ঝলমল নীলাকাশ কিংবা রুপালী জ্যোৎস্নার
দেখতে পায়না শরতের মেঘের ভেলা বা নক্ষত্রখচিত রাত
দেখে উশৃঙ্খল নগ্ননৃত্য আর দৌপ্রদীর বস্ত্র হরণের পাশা খেলা
শোনে পুত্রশোকে কাতর গান্ধারীর অভিশাপ
তারপরও খোঁজে নগরীর নর্দমায়, সুখস্বপ্ন; সুদিনের।
আরো পড়ুন