আশা বাঁজে আজও
খোকন কুমার রায় :
ক্লান্ত আমি অবসন্ন মন
অবসাদে কাটে অবশিষ্ট প্রহর
বিষাদ ভেলায় বেড়াই উড়ে
ঘূর্ণিবায়ুর পাকে পড়ে, গ্রহ হতে গ্রহান্তরে
কিংবা ভিন্ন কোনো নক্ষত্রলোকে
যদি যেতে পারি অন্য গোলকে
সেখানে গিয়ে কান পেতে রই
শোনা যায় শুধু ভালোবাসার গান
আর এখানে পরিণত বুকে কান পেতে শুনি
শুধুই রক্তপ্রবাহের ঝনঝন ধ্বনি
প্রেমহীন হৃদয় শুধু রক্ত মাংসের খনি
তোমার হৃদপিণ্ডের দুর্ভেদ্য প্রাচীর পেরিয়ে
ছুটে বেড়াই আশাহত আর্তনাদে
দিশাহীন যাযাবরের মতো তোমার হৃদয়ে
গন্তব্য খুঁজে পাবার আশার পরিক্রমায়
আজ আমি ক্লান্ত, পরিশ্রান্ত
জানি না তুমি বাঁধবে কি না প্রীতির বন্ধনে
তবু কেন আশা বাঁজে আমার হৃদ স্পন্দনে।
তোমার রক্ত কনিকা প্রবাহে
ডুবো সাতার দিয়ে
অনন্ত প্রতিক্ষায় ছুটে চলেছি
আমৃত্যু আশ্রয় পাবার বাসনায়
তোমার অস্তিত্বে বিলীন হবার প্রগাঢ় বেদনায়।
আরো পড়ুন: