আপন জমিন
খোকন কুমার রায় :
মাটিতে ঢাকিবে দেহ
দেখিবে না তোমায় কেহ
কিসের লাগি নিজেরে সাজাও
কেন মন বাসনায় মজাও।।
চাদরে ঢাকিয়া দেহ
মায়া চন্দন দিবে কপালে
ধোয়াইবে বা তোমায় কেহ
ভাসিয়া চোখেরও জলে
আদর করিয়া তোমায়
শোয়াইবে মাটিরও তলে
ফিরবে সবাই গৃহে হায়
তোমারে জমিনে ফেলে
কতই রহিবে আশা
মিছে কত ভালোবাসা
ফুরাবে সব চোখের জলে
(ও মন) যেদিন প্রাণপাখি যাবে গো চলে।।