লেখালেখি

কবিতা: ‘অনিরুদ্ধ, তোমাকে’ – খোকন কুমার রায়

অনিরুদ্ধ, তোমাকে

খোকন কুমার রায় :

মনের গভীরে যে ঘূর্ণিঝড় তার কেন্দ্রে ছিলে তুমি

হৃদয়ের গহীনে যে সুপ্ত আগ্নেয়গিরি,

তোমার কপট ছোঁয়ায় তা ক্রমশ জীবন্ত,

উদ্গিরিত উত্তপ্ত লাভা আজ পুড়িয়ে যাচ্ছে আমায়

যে ফুল ফুটিয়ে ছিলে হৃদয় আঙ্গিনায়

তোমারই তাচ্ছিল্যে তা এখন বিবর্ণ বিরান প্রাঙ্গণ।

তোমার অনাবৃত নীল শরীরে আবেগী চুম্বনে

আমি বিষক্রিয়ায় নীল,

তোমার দূষিত হৃদয় আকাশে উড়ে উড়ে

নিস্তেজ আমার মায়াবী ডানা।

উড়ন্ত উচ্ছল পাখি আজ ভূপতিত

আর্তনাদে ডানা ঝাপটায় ফের উড়বার আশায়।

তোমার ছলনার বাসর আজ কন্টকাকীর্ণ বিষাদ শয্যা,

চেয়েছিলাম নিষ্কলংক নিখাদ মন, নিঃসংকোচে করবো বিচরণ;

ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছো আমার সে আনন্দ স্বপ্ন

যেখানে স্বাপ্নিক আবেশে গড়েছিলাম আপন প্রাসাদ।

বুকের উপর বসিয়েছিলাম সুদৃশ্য জোড় পাহাড়,

দানবীয় উন্মাদনায় ভেঙ্গে গুঁড়িয়ে পিষে ফেলেছো তা বারবার।

নারকীয় সঙ্গমে ক্ষতবিক্ষত করেছো আমার দেহ

অসহ্য যন্ত্রণায় কেটেছে আমার অষ্টপ্রহর।

নিঃস্ব করেছো আমায়, ছিনিয়ে নিয়েছো যাবতীয় অলংকার।

আজ আমি তোমার হৃদয় হতে নির্বাসিত,

ভালোবাসার কাজল আজ অশ্রু প্রবাহে ভেসে

ছড়িয়ে যায় দিগন্ত হতে দিগন্তে।

বুঝলাম ভালোবাসনি আমায়;

ভালোবেসেছ শুধু নিজ কামউদ্দীপক অসুস্থ বাসনাকে।

অপেক্ষায় থাকি, মুক্তনীল আকাশে ডানা মেলে ফেরারী হবার,

কিন্ত হায়, সম্মুখে যে পথ নেই পালাবার।

আরো পড়ুন:

কবিতা: “উন্মাদ” – খোকন কুমার রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *