কবিতাঃ শুধু তোমার জন্যে
লেখায়ঃ কাব্যিক আব্দুল আজিজ
তুমি কখনো নিরাশ হবেনা
তোমার জন্যে সবই পারবো,
তোমার জন্যে সাথে হাটবো
হাতের উপর হাতটি রাখবো
কখনো তোমায় দিবোনা আঘাত
সকল বিপদে পাশে থাকবো।
তুমি কখনো নিরাশ হবেনা
তোমার জন্যে সবই পারবো,
তোমার হাসির ধরণ হবো
তোমার রাগের কারন হবো
কালো কেশে হাত বুলিয়ে
তোমার চুলের ঘ্রাণ হবো।
হ্যা
তুমি কখনোই নিরাশ হবেনা
তোমার জন্যে সবই পারবো,
তোমার কোমরের বিছা হবো
তোমার চলনের ছায়া হবো
মুচকি হেসে আলতো ছোয়ায়
শুধু তোমায় ভালোবাসবো।
হ্যা,
শুধু তোমাকেই ভালোবাসবো।
❤️❤️❤️❤️❤️❤️
- ই-কমার্স: ট্রিলিয়ন ডলারের স্মার্ট অর্থনীতির বাহক
- ”ভ্রমন ছাড়া মেধা বিকাশ সম্ভব নয়্য” লেখায়ঃ কাব্যিক আব্দুল আজিজ
চমৎকার হয়েছে 🤭
ধন্যবাদ আপনাকে!