ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-২৬ চুক্তির সাত পৃষ্ঠার একটি খসড়া প্রকাশিত হয়েছে। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবর্তনের বিষয়ে বিভিন্ন দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের চূড়ান্ত খসড়া শীর্ষ সম্মেলনের শেষে প্রকাশ করা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আগামী শুক্রবার এই সম্মেলন শেষ হবে। তার আগে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা খসড়া থেকে চূড়ান্ত চুক্তিতে যাওয়ার বিষয়ে কাজ করবেন।
স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া কপ২৬ সম্মেলনকে প্যারিস চুক্তি-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত কপ২৬ চলবে। সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নেরই প্রতিশ্রুতি দিচ্ছেন ১২০টি দেশের রাষ্ট্র প্রধানরা।
প্রকাশিত প্রথম খসড়ায় দেখা যায়, ২১০০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের অধিক না বাড়ে সে লক্ষ্যে দেশগুলোকে কীভাবে কাজ করবে তা বলা হয়েছে।
আরো পড়ুন:
নারী উন্নয়নে বাংলাদেশকে ১২০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য