কপিল শর্মাকে বয়কটের হুমকি
বলিউড পাড়ায় কপিল শর্মা মানেই মন ভালো করা কিছু গল্প কিন্তু এবার ট্রলের শিকার সে এবং এক্ষেত্রে কপিল শর্মাকে বয়কটের হুমকি।
লিউড পাড়ায় কপিল শর্মা মানেই মন ভালো করা কিছু গল্প অথবা হাসির বন্যা বয়ে যাওয়ার মতো অবস্থা। প্রায়শই তিনি তার টুইটের জন্য, তো কখনো তার মজার মন্তব্যের জন্য হয়ে থাকেন সংবাদের শিরোনামে।
মানুষকে হাসিয়ে যে ব্যক্তি মন জয় করে পেয়েছেন লাখো ভক্ত। এবার সেই কপিল শর্মা হলেন ট্রোলড। শুধু তিনি একা নন, তার জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’ও ট্রোলড হতে শুরু করেছে। কপিলকে অনেকে বয়কট করার কথাও বলছেন।
সিনেমার নাম ‘দ্য কাশ্মীর ফাইলস’। পরিচালকের নাম বিবেক অগ্নিহোত্রী। এই সিনেমাকে ঘিরেই বিতর্কে জড়িয়েছেন কপিল ও তার শো।
এক অনুরাগী পরিচালককে অনুরোধ করে টুইটে বলেন, তিনি যেন তার সিনেমার প্রচার ‘দ্য কপিল শর্মা শো’ তে করেন। অনুরাগীর জবাবে লিখেন, ‘কপিল শর্মার শোতে কে আমন্ত্রিত থাকবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই। এ ছাড়াও আমার সিনেমায় বড় কোনো তারকা নেই, তাই তারা প্রচার করতে আগ্রহ দেখায়নি।