প্রচ্ছদ

কটিয়াদীতে রক্তদান সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ‘ঈদ আনন্দ ছড়িয়ে যাক; প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে’ স্লোগানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদান সমিতি’ অসহায় ও কর্মহীন শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার কটিয়াদী সরকারি কলেজ চত্বরে উপজেলার পঞ্চাশটি পরিবারের অসহায়, সুবিধাবঞ্চিত শিশু, নারী ও বৃদ্ধদের মাঝে ঈদ উপহার হিসেবে চিনি, সেমাই, দুধ, নুডলস, তেল, কিসমিস বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান রোবেল, ডা. মাহফুজুল হক সোহাগ, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সাধারণ সম্পাদক আরিফ ইশতিয়াক সুমন, সাগর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুভানুধ্যায়ীদের সহযোগিতায় রক্তদান সমিতি বিগত ঈদুল ফিতরেও ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এছাড়া পুরো রমজান মাসব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও অনান্য উপজেলায় ইফতার বিতরণ করা হয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *