প্রচ্ছদ

কক্সবাজারে ‘বিজয় পথে পথে’ আঞ্চলিক মহাসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের আঞ্চলিক মহাসমাবেশ ‘বিজয় পথে পথে’। রবিবার (১২ ডিসেম্বর) শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পতাকা উত্তোলনের মাধ্যমে কক্সবাজারকে শত্রুমুক্ত অঞ্চল ঘোষণা করা হয়।

গত ২৪ নভেম্বর আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার লক্ষ্যে ‘বিজয় পথে পথে’ মহাসমাবেশ ঘোষণা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এরকম সারাদেশে সরকারের এই প্রতিষ্ঠানটি ২১টি মহাসমাবেশ করবে। যার শুরু হয় ২৬ নভেম্বর দিনাজপুরে উপ আঞ্চলিক মহাসমাবেশের মধ্য দিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে কক্সবাজারে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হলো।

স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো ও তাদের সম্মান প্রদর্শন করা, যুদ্ধের অসাধারণ গল্পগুলো উপভোগ করা, তরুণদের যুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, সবাইকে এই বিজয়ের দিবসের বিশালতা উপলব্ধি করানো এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দেশব্যাপী উদযাপন করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে কক্সবাজারের অধিবাসীদের জন্য।

অনুষ্ঠানে বিজয়ের গল্পগুলো রোমান্থন করার উদ্দেশ্যে স্থানীয় মুক্তিযোদ্ধারা তাদের সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণা করেন। পাশাপাশি মহাসমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিজয় পথে পথে শিরোনামে একটি দেশাত্মবোধক মৌলিক গান পরিবেশিত হয়। সেইসাথে সুধীজন সম্মাননা, সবংর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজন আরো উপভোগ্য করে তোলা হয়।

আরো পড়ুন:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *