ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: এবার ওষুধের মাধ্যমে করোনায় মৃত্যু ঝুঁকি কমানোর প্রমাণ পাওয়া গেছে- এমন দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা। তারা বলছে, এতে করোনার এন্টিবডি তৈরি হবে রোগীর দেহে। এটি এমন লোকদের সুরক্ষার জন্য ডিজাইন করা হয়েছে যাদের দেহে ভ্যাকসিন প্রয়োগের পরও শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে না। সোমবার (১১ অক্টোবর) এখবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দুটি অ্যান্টিবডির মিশ্রণে তৈরি ‘এজেড ৭৪৪২’ নামের ওষুধ প্রয়োগের ফলে হাসপাতালে ভর্তি না হওয়া গুরুতর রোগীর ৫০ শতাংশ ঝুঁকি কমে গেছে। গবেষণার প্রধান হিউ মন্টেগোমারি বলেছেন, এই ওষুধ বিধ্বংসী মহামারী মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করতে পারে।
জার্নালে প্রকাশের জন্য সম্পূর্ণ পরীক্ষার ফলাফল জমা দেওয়া হবে বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। ওষুধটি ১৩ দেশের ৯০০ অংশগ্রহণকারীর ওপর প্রয়োগ করে পরীক্ষা করা হয়েছে।
আরো পড়ুন:
স্বাস্থ্যবিধি পালন ও টিকা গ্রহণে অবহেলা করা যাবে না