স্বাস্থ্য

ওমিক্রন রোধে মুম্বাইয়ে আজ থেকে ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ওমিক্রন সংক্রমণ রোধ করতে ভারতের মহারাষ্ট্রে ১১ ও ১২ ডিসেম্বর ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় সে রাজ্যের প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

আজ থেকে মুম্বাইয়ে জনগণ বা যানবাহনের সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন কেউ করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি মোতাবেক শাস্তি দেওয়া হবে। শুক্রবার মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া যায়। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানিয়েছেন যে এ পর্যন্ত দেশে ২৫ জন নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পাঁচটি রাজ্যে মোট ২৬ টি ওমিক্রন কেস ধরা পড়েছে। রাজস্থানে ৯ জন, গুজরাটে ৩ জন, মহারাষ্ট্রে ১১ জন, কর্ণাটকে ২ জন এবং দিল্লিতে ১জন ওমিক্রন সংক্রমণের ঘটনা ধরা পড়েছে।

আরো পড়ুন:

বিশ্বে ওমিক্রনে এখন পর্যন্ত মৃত্যুর খবর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *