নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও বিয়ের অনুষ্ঠানগুলো সীমিত করতে জেলা পর্যায়ের কমিটিকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে নতুন কোনো অনুষ্ঠান আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে ১৮ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন।
বৈঠক তিনি বলেন, আফ্রিকা থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। আমরা আফ্রিকাসহ অন্যান্য দেশ থেকে লোকজনকে দেশে না আসার জন্য নিরুৎসাহিত করব। হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। ১৮ হাজার বেড প্রস্তুত আছে। ১২০টি হাসপাতালে অক্সিজেন লাইন আছে। আমাদের প্রস্তুতি আগের থেকে ভালো আছে।
আরো পড়ুন: