মাতৃভূমিস্বাস্থ্য

ওমিক্রন প্রতিরোধে অফিসে অবস্থানকালে যে নির্দেশনা মানতেই হবে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ধরা পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার নতুন এ ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। করোনার নতুন এই ধরন থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশেও করোনার নতুন ধরন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় করোনার নতুন ধরন থেকে সবাইকে অধিকতর সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে করোনার এ ধরন সম্পর্কে সতর্ক করেছে। এ পরিস্থিতিতে অফিসে প্রবেশ এবং অবস্থানকালে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় মসজিদে জামায়াতে নামাজ পড়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করে। এতে মসজিদগুলোতে জামায়াতে নামাজের জন্য আবশ্যিকভাবে পালনীয় কয়েকটি শর্ত যুক্ত করা হয়।

আরো পড়ুন:

ওমিক্রনের জন্য এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *