স্বাস্থ্য

ওমিক্রন রোধে টিকার কার্যকারিতা কেমন, তথ্যের অপেক্ষায় ফাইজার, মডার্না

 ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক জানিয়েছে, ফাইজারকে সঙ্গে নিয়ে তারা যে কোভিড-১৯ টিকা বানিয়েছে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনা ভাইরাসের নতুন উদ্বেগজনক ভ্যারিয়েন্টকে মোকাবেলায় তাতে কোনো পরিবর্তন আনা লাগবে কিনা সে বিষয়ক আরও তথ্য-উপাত্ত দুই সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করছে তারা।

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজুড়ে তুমুল উদ্বেগের মধ্যে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তারা এ কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনা ভাইরাসের টিকানির্মাতা প্রতিষ্ঠানটি বলেছে, প্রয়োজন পড়লে আনুমানিক ১০০ দিনের মধ্যে উদ্ভূত ভ্যারিয়েন্টের উপযোগী টিকা বানিয়ে তা সরবরাহ করা যাবে বলেও তারা আশাবাদী।

“বিশেষজ্ঞদের উদ্বেগের বিষয়টি বুঝতে পারছি আমরা, যে কারণে তাৎক্ষণিক ভাবে বি.১.১.৫২৯ কে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছি,” ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে কী করছে জানতে চাইলে উত্তরে দেওয়া বিবৃতিতে এমনটাই বলেছে বায়োএনটেক।

“আমরা আশা করছি গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা থেকে আমরা দুই সপ্তাহের মধ্যে আরও তথ্য-উপাত্ত পাবো; তা আমাদের জানাতে পারবে বি.১.১৫২৯ ভ্যারিয়েন্টটি টিকার সুরক্ষাকে পাশ কাটাতে পারে কিনা এবং ভ্যারিয়েন্টটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে আমাদের টিকায় কোনো পরিবর্তন আনতে হবে কিনা,” বলেছে তারা।

টিকানির্মাতা আরেক প্রতিষ্ঠান মডার্নাও এক বিবৃতিতে বলেছে, তারা নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর একটি বুস্টার ডোজ বানানোর কাজ শুরু করেছে।

তাদের এখন যে বুস্টার আছে তার উচ্চমাত্রার ডোজ এবং অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে বানানো ডোজগুলো (যেগুলো অনুমোদনের অপেক্ষায় আছে) এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে।

“কমতে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এখন একমাত্র কৌশল হচ্ছে অনুমোদিত ভ্যাকসিনের বুস্টার ডোজ,” বিবৃতিতে বলেছে মডার্না।

ফাইজার ও বায়োএনটেক এরই মধ্যে আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্টের উপযোগী করে তাদের টিকার সংস্করণ বানিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ওই সংস্করণগুলোর ক্লিনিকাল ট্রায়াল চলছে।

জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তারা দক্ষিণ আফ্রিকায় শনাক্ত কোভিড-১৯ এর নতুন ধরনটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে; ধরনটির বিরুদ্ধে তাদের টিকার কার্যকারিতাও খতিয়ে দেখছে তারা।

আরো পড়ুন: 

করোনার নতুন ভেরিয়েন্ট রোধে স্বাস্থ্যবিধি পালন জোরালো করতে হবে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *